সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

Bad light forces early stumps at Gabba

খেলা | অ্যাডিলেডের রিপ্লে ব্রিসবেনেও, একমাত্র বৃষ্টিই পারে টিম ইন্ডিয়াকে বাঁচাতে

KM | ১৬ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩৬Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডের পর ব্রিসবেনও ব্যাটিং ভরাডুবি। বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ৫১। টিম ইন্ডিয়া এখনও ৩৯৪ রানে পিছিয়ে। পরিস্থিতি যে দিকে মোড় নিচ্ছে তাতে ব্রিসেবেনে ভারতের ভরাডুবি ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। 
পারথে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পরে অ্যাডিলেড ওভালে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে অস্ট্রেলিয়া। ব্রিসেবেনে হারের চোখরাঙানি ভারতের সাজঘরে। এই অবস্থায় টিম ইন্ডিয়াকে বাঁচাতে পারে কেবল বরুণদেবতা। 
দিনের শেষে ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল (৩৩) ও অধিনায়ক রোহিত শর্মা। তিনি এখনও খাতাই খোলেননি। তৃতীয় দিনে দফায় দফায় বৃষ্টি হল ব্রিসবেনে। খেলাও বন্ধ হল নিয়েম করে। শেষমেশ দিনের খেলা যখন শেষ হল, তখন অজিরা আফশোস করতেই পারে। তৃতীয় দিন বৃষ্টিবিঘ্নিত না হলে দিনের শেষে আরও বড় বিপর্যয়ের সম্মুখীন হতেই পারত টিম ইন্ডিয়া। 
ভারতীয় ব্যাটারদের অয়ারাম গয়ারাম ব্যাটিং দেখলে প্রাক্তন  ক্যারিবিয়ান বোলার মাইকেল হোল্ডিং বলতেই পারতেন, ''বিরাট কোহলিরা হারাকিরি করছে।'' অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা রয়েছে ভারতের। কোহলিকে (৩) অফস্টাম্পের বাইরের বলে টোপ দেখিয়ে প্যাভিলিয়নে ফেরালেন হ্যাজলউড। হয় উইকেট কিপারের হাতে খোঁচা দিয়ে, নয়তো স্লিপে ধরা পড়লেন বাকিরা। যশস্বী (৪), গিল (১), পন্থ (৯) অসহায় আত্মসমর্পণ করলেন। চতুর্থ দিন যদি খেলা হয়, তাহলে ভারতের বাঁচা-মরা নির্ভর করছে লোকেশ রাহুল ও  রোহিত শর্মার উপরে। হিটম্যান নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে এনেছেন। মিডল অর্ডার সামলানোর দায়িত্বে তিনি। তাঁর ব্যাটও 'বোবা' থেকে গিয়েছে। চারদিক থেকে তাঁর দিকে ধেয়ে আসছে সমালোচনা। এই পরিস্থিতিতে রোহিত কি জ্বলে উঠতে পারবেন ব্রিসেবেনে? 

৬৪ বলে ৩৩ রান করে লোকেশ রাহুল কিছুটা হলেও স্বস্তি এনে দিচ্ছেন ভারতের সাজঘরে। কিন্তু কতক্ষণ লড়তে পারবেন রাহুল?  
মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের‌। ভারতের ইনিংসের ১৭ ওভার খেলা হয়েছে। এই ১৭ ওভারে ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে যাওয়ার জোগাড়। 

পারথে দ্বিতীয় ইনিংসে শতরান করলেও, অ্যাডিলেডে পুরো ব্যর্থ হয়েছিলেন যশস্বী জয়েসওয়াল। ব্রিসবেনেও রান পেলেন না। প্রথম বলে চার মেরে শুরু করেন। দ্বিতীয় বলেই আউট। স্টার্কের মিডল স্ট্যাম্প বরাবর বল ফ্লিক করতে গিয়ে মার্শের হাতে ধরা পড়েন বাঁ হাতি ওপেনার। স্টার্কের ফাঁদে পা দিয়ে আউট হন শুভমন গিল (১)। দুর্দান্ত ক্যাচ দেন মার্শ। মাত্র ৬ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। আবার ব্যর্থ বিরাট কোহলি। সেই একই ধরনের আউট। অফস্ট্যাম্পের বাইরে বল রাখেন হ্যাজেলউড। স্বভাবচরিতভাবে বলে খোঁচা মারেন কোহলি। শেষ পাঁচ ইনিংসের মধ্যে অন্তত চারবার একইভাবে আউট হয়েছেন। গাব্বার গতি এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে বিশেষ ট্রেনিং করেছিলেন বিরাট। কাজে এল না। প্রথমবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেট হারায় ভারত। মাঝে বৃষ্টি থামায় কয়েক মিনিটের জন্য খেলা শুরু হয়। কিন্তু ফের বৃষ্টিতে বন্ধ হয়ে যায়। তারমধ্যেই নিজের উইকেট হারান পন্থ। ৯ রানে আউট হন। মন্দ আলোর জন্য তৃতীয় দিনের খেলা শেষ হয়ে যায় আগেই। একদিকে পরপর উইকেট হারালেও মাটি কামড়ে পড়ে আছেন কেএল রাহুল। সঙ্গী রোহিত। ম্যাচ বাঁচানোর দায়িত্ব তাঁদের উপরে।  

দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৪০৫। ক্রিজে ছিলেন অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক। তৃতীয় দিন সকালে স্কোরবোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেনি অজিরা। ৪০ রানে শেষ ৩ উইকেট হারায়। ৪৪৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দিনের শুরুতে স্টার্ককে তুলে নেন বুমরা। মোট ছয় উইকেট তুলে নেন ভারতীয় তারকা। ছন্দে থাকা অস্ট্রেলিয়া উইকেটকিপার ব্যাটারকে ফেরান আকাশ দীপ। ৮৮ বলে ৭০ রান করে আউট হন ক্যারি। ১১৭.১ ওভারে শেষ হয় অজিদের ইনিংস। 


#IndiavsAustralia#BorderGavaskarTrophy#Cricket



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দাবায় নতুন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশকে কত টাকা ট্যাক্স দিতে হবে জানলে ভিরমি খাবেন...

বিরল নজির শ্রেয়সের, এই রেকর্ড ধোনি কিংবা রোহিতেরও নেই ...

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোঁয়াশার মধ্যেই বিসিসিআই সহ সভাপতি যা বললেন, চমকে যাবেন ...

'ওদের উপরে হয়তো আস্থা নেই টিম ইন্ডিয়ার', কেন একথা বললেন হরভজন? ...

ব্রুজোর স্ট্র্যাটেজি নিয়ে চিন্তিত, পাঞ্জাবের ভরসা এক বঙ্গতনয়...

জেমাইমার মারমুখী ৭৩, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলেন হরমনপ্রীতরা ...

মহমেডান সেই সাদা-কালোই, মুম্বইয়ের কাছে ঘরের মাঠে হারল চের্নিশভের ছেলেরা ...

১৬ বছরেই কোটিপতি, মহিলাদের আইপিএল নিলামে তাক লাগাল পাক বধের নায়িকা কমলিনী ...

বুমরাকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বড় বিতর্কে মহিলা ধারাভাষ্যকার, ফেরালেন মাঙ্কিগেট কেলেঙ্কারির স্মৃতি ...

'নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়...', কামানদাগা শটে গোলের পর থেকে চলছে আলবার্তো বন্দনা ...

হায়দরাবাদ ম্যাচে ফ্রি টিকিট, সমর্থকদের নতুন বছরের বিশেষ উপহার গোয়েঙ্কার...

হায়দরাবাদ ম্যাচে টিকিট ফ্রি, সমর্থকদের নতুন বছরের বিশেষ উপহার গোয়েঙ্কার...

সন্তোষে দুরন্ত শুরু, জম্মু-কাশ্মীরকে বিধ্বস্ত করল বাংলা ...

পিএসজি ছাড়ার আগে দুর্দান্ত পারফরম্যান্স, ফ্রান্সের বর্ষসেরা এমবাপে ...

দুরন্ত প্রত্যাবর্তন, দুই 'সুপার সাব' এর কেরামতিতে শেষ মিনিটে নাটকীয় জয় মোহনবাগানের...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24